সম্পাদক

মোঃ কামরুল ইসলাম খান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ বল্লেন ওসি আব্দুল্লাহ আল মামুন। ময়মনসিংহের ফুলপুরে মঙ্গলবার দুপুরে শিশুদেরকে উজ্জীবিত করতে এবং মুক্তিযুদ্ধের চেতনা তাদের মনের ভিতরে লালন করার অভিপ্রায়ে সাহাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সম্পর্কে আলোচনা করা হয়েছে।

আলোচনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন সরকার তাদেরকে জীবনের মূল্যবোধ, পিতা -মাতার প্রতি তাদের দায়িত্ব ও কর্তব্য, আচরণ, শিক্ষকদের প্রতিসন্মান ও তাদের অনুশাসন মেনে চলা,ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন। বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন সরকার মুক্তিযুদ্ধকালীন সময়ে তার যুদ্ধকালীন ইতিহাস তুলে ধরেন। মুক্তিযুদ্ধের ইতিহাস শোনে, শিশুরা অত্যান্ত মনোযোগ দিয়ে শুনেছে ও আবেগে আপ্লুত হয়েছে।

ওসি আব্দুল্লাহ আল মামুন তার বক্তব্যে বলেন আপনার সন্তানকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বাংলাদেশ সম্পর্কে অবগত করুন। পিতা মাতার প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধ এখন থেকে গড়ে তুলুন। তারাই একদিন এদেশের হাল ধরবে, তাদেরকে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার এখনই সময়।