সম্পাদক
নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে শনপাপড়ি ও লাড্ডু তৈরির অপরাধে প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর ছদাহা দস্তিদার হাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী।
তিনি বলেন, অনুমোদন ছাড়াই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে শনপাপড়ি, লাড্ডুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী উৎপাদনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী। অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যরা এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা।

