সম্পাদক

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ব্যক্তিগত সমস্যা এবং মন্দার মুখোমুখি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে তলব করেছে এবং তাকে ঘিরে নতুন প্রেমের গুজব।

বলিউড রূপসী শ্রদ্ধা লেখক রাহুল মোদির সাথে প্রেম করছেন বলে গুঞ্জন রয়েছে, যিনি তার ছবি ‘তু ঝুথি ম্যায় মক্কর’ও লিখছেন।

শ্রদ্ধা কাপুর আর রণবীর কাপুর অভিনীত ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবিটি চলতি বছর মুক্তি পেয়েছিল। লাভ রঞ্জন পরিচালিত ছবিটি বক্স অফিসে ভালো সাড়া পেয়েছিল।

এদিকে মহাদেব গেমিং অ্যাপ মামলার জিজ্ঞাসাবাদের জন্য শ্রদ্ধা কাপুরকে ইডি সমন পাঠিয়েছে। শ্রদ্ধা ছাড়া আরও অনেক তারকার নাম এ মামলার সঙ্গে জড়িয়ে পড়েছে। এ তালিকায় আছে রণবীর কাপুর, হুমা কুরেশি, কপিল শর্মা, হিনা খানদের মতো তারকারা।