সম্পাদক

নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

সাতকানিয়া উপজেলার কেরানিহাটের পাশে জনার কেঁওচিয়া মৌজায় অবৈধ দখলকৃত ০৩ শতক খাস জায়গা উদ্ধার করা হয়।

১৫ অক্টোবর রবিবার ,বিকেল ৫ টার দিকে সাতকানিয়া থানার পুলিশের সহযোগিতায় অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদ করে লাল নিশানা ও সাইনবোর্ড স্থাপন করে খাস জায়গা সরকারি হেফাজতে নেয়া হয়। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজার মূল্য ৩০ লক্ষ টাকা ।

উদ্ধার কাজে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আরাফাত সিদ্দিকী। অভিযানে সহযোগিতা করেন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সহকারী কমিশনার ভূমি আরাফাত সিদ্দিকী বলেন, সরকারি স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।