ওমর ফারুক
মোঃ রওশন আলম, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষ’ণের চেষ্টায় শরিফ হোসেন (২৬) নামের এক যুবককে আটক করে পুলিশে দেয়া হয়েছে। সে উপজেলার নন্দনপুর ইউনিয়নের স্বরূপ গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার একটি কিন্ডার গার্টেন স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী গত মঙ্গলবার রাত ১১টার দিকে প্রকৃতির ডাকে ঘর থেকে বাইরে আসলে আসামি শরিফ হোসেন জোরপূর্বক ধর্ষ’ণের চেষ্টা করে। ওই সময় ছাত্রীর চিৎকারে তার স্বজনরা শরিফকে আটক করে পুলিশে দেন। ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-২৭, তারিখ-২৫/১০/২০২৩।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ধর্ষ’ণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বুধবার দুপুরে আসামিকে পাবনা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

