ওমর ফারুক

আর জে রবিউল ইসলাম ফরাজী, মুলাদি (বরিশাল) প্রতিনিধি:

আসুন আমরা কেউ ১০ টাকা কেজি দরে বই গাইড বিক্রি না করি। আমাদের আশেপাশের ছাত্র-ছাত্রীদের খোজ খবর নিয়ে তাদেরকে দিয়ে দিবো।

কারণ অনেক মেধাবী শিক্ষার্থীরা আছে, তাদের নতুন বই কিনার সমর্থ নেই। তাদেরকে খুঁজে ফ্রীতে দিয়ে দিবো। আর যদি কেউ ফ্রীতে না নিতে চাইলে কিছু টাকার বিনিময়ে দিয়ে তাদেরকে সহায়তা প্রদান করুন। আজকের মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র।

আসুন আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে, সামনের নতুন বছরের আনন্দ টা ভাগ করে নেই। বাজারে নতুন বইয়ের দাম প্রায় ২ গুন বেড়ে গেছে,অনেকে বই না কিনতে পেরে পড়াশোনা করতে পারবে না।

অন্তত তাদের কথা চিন্তা করে তাদের হাতে বই তুলে দেই। এতে করে অনেক শিক্ষার্থী ঝরে পরা থেকে রক্ষা পাবে।