ওমর ফারুক

নিউজ ডেস্ক:

নয়াপল্টনে ২৮ অক্টোবরের সহিংসতার সংশ্লিষ্টতায় গত ১১ দিনে রাজধানী ঢাকা থেকে ২ হাজার ১৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৩১ অক্টোবর) সর্বশেষ রাজধানীর বিভিন্ন স্থান থেকে ১৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে

বুধবার (১ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ২১ অক্টোবর ৩১ জন, ২২ অক্টোবর ৪২ জন, ২৩ অক্টোবর ৪২ জন, ২৪ অক্টোবর ৮৫ জন, ২৫ অক্টোবর ১১১ জন, ২৬ অক্টোবর ২০২ জন এবং ২৭ অক্টোবর ৩৪০ জনকে আটক করা হয়েছে। ২৮ অক্টোবর আটক করা হয় ২৫৬ জনকে, ২৯ অক্টোবর ১৫৮ জনকে এবং ৩১ অক্টোবর (মঙ্গলবার) ১৪১ জনকে আটক করা হয়।

মঙ্গলবার পর্যন্ত ডিএমপি থানায় ৩৯টি মামলা হয়েছে।