ওমর ফারুক

স্পোর্টস ডেস্ক:

নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা প্রমাণ করেছে যে টসে জিতে বাবর আজমের ফিল্ডিং করার সিদ্ধান্তটি ভুল ছিল। নিজের নির্দয় ব্যাটিং দিয়ে পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে রানের স্তূপ গড়েছেন উইলিয়ামসন।


রচিন রবীন্দ্রের সেঞ্চুরি এবং কেন উইলিয়ামসনের ৯৫ রানের ইনিংস নিউজিল্যান্ডের মোট সংগ্রহ ৪০১ রানে নিয়ে আসে। এটি নিউজিল্যান্ডের বিশ্বকাপের সেরা দলের সংগ্রহ।

রাচিন রবীন্দ্রর সব কিছু যেন স্বপ্নের মতো হচ্ছে। প্রথম বিশ্বকাপ খেলতে এসেই তাক লাগিয়ে দিচ্ছেন প্রতি ম্যাচে। বেঙ্গালুরুতে আজ পাকিস্তানের বিপক্ষেও পেয়েছেন এবারের বিশ্বকাপে নিজের তৃতীয় সেঞ্চুরি।

দ্বিতীয় উইকেটে অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে তাঁর জুটি ১৮০ রানের।

উইলিয়ামসনের ইনিংসটি রাচিনের সেঞ্চুরি থেকে পাঁচ রানের ব্যবধানে শেষ হয়েছিল, ৭৯ বলে ১০ টি চার এবং দুটি ছক্কায়। রেকিনের ইনিংস ১০৮ রানে শেষ হয়, ডেভন কনওয়ে ৩৫ রানে, ড্যারি মিচেল ২৯, মার্ক চ্যাপম্যান ৩৯ এবং গ্লেন ফিলিপস ৪১ রানে ফিরে আসেন।