ওমর ফারুক
বিনোদন ডেস্ক:
হাসপাতালে ভর্তি হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা দীপঙ্কর দে। শুক্রবার (৩ নভেম্বর) রাতে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তবে এখন শারীরিক অবস্থা অনেকটা ভালো আছে অভিনেতার।
ভারতীয় গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দীপঙ্করের স্ত্রী অভিনেত্রী দোলন রায়। তিনি বলেন, হঠাৎ সুগার ফল করেছিল। পরে দ্রুত হাসপাতালে ভর্তি করাই।
শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত দীপঙ্কর-দোলন অসাবধানতা প্রকাশ করেন এবং শীঘ্রই মুক্তির প্রত্যাশা করেন। ২২ বছরের লিভ-ইন সম্পর্কের পর ২০২০ সালের জানুয়ারিতে তারা বিয়ে করেন।
ওই সময়ে দীপঙ্করের বয়স ছিল ৭৫ আর দোলন রায়ের বয়স ৪৯ বছর। তাই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনায় উঠে আসেন এই তারকা দম্পতি।

