ওমর ফারুক

নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  

হরতাল-অবরোধের নামে ঘুমন্ত অবস্থায় পরিবহন শ্রমিককে পুড়িয়ে হত্যার প্রতিবাদে আজ রবিবার বিকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মটর চালক লীগের উদ্যোগে এক প্রতিবাদ সভা ও  বিক্ষোভ মিছিল সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট বান্দরবান রাস্তার মাথা এলাকায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি।

সংগঠনের সভাপতি মাহাবুবুল আলমের সভাপতিত্বে  সভায় বিশেষ অতিথি ছিলেন, সাতকানিয়া পৌরসভার মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের, এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আবু ছালেহ, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সেলিম, সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী ও যুবলীগ নেতা মোহাম্মদ আয়াজ।