ওমর ফারুক
নিউজ ডেস্ক:
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটক করা হয়েছে। তার ছোট ভাই ওয়াহিদুজ্জামান বলছেন, রোববার (৫ নভেম্বর) রাত ১২টার দিকে তাদের বড় বোনের বাসা থেকে দুদুকে নিয়ে যায় পুলিশ।রাত ১২টার দিকে ১০/১৫ জন গোয়েন্দা পুলিশ বাসায় প্রবেশ করে ভাইকে তুলে নিয়ে যায়।
রবিন ও শামসুজ্জামান দুদুকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে বলে পরিবারের সদস্যদের দাবি।তবে গভীর রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত দুদুকে গ্রেফতারের বিষয়ে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান নিযুক্ত হওয়ার আগে বেশ কিছু সময় জাতীয়তাবাদী কৃষক পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে শনিবার রাতে গুলশানের বাসা থেকে শাহজাহান ওমর ও উত্তরা থেকে দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে আটক করে গোয়েন্দা পুলিশ। বিএনপির তিন ভাইস চেয়ারম্যানকে আটক করা হয়েছে।

