ওমর ফারুক

বিনোদন ডেস্ক:

ভাওয়াইয়া, পল্লিগীতি এবং লোকগীতির স্বনামধন্য কণ্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা নাদিরা বেগম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।সোমবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯টায় শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ভাওয়াইয়া গানের শিল্পী, লেখক ও সংগঠক একেএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে তিন সপ্তাহ ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন নাদিরা বেগম। চিকিৎসকদের পরামর্শে তাকে একই হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

‘কাল কাল চল চল নদী কারে তালমাল…’ ছাড়াও, নাদিরা বেগম খ্যাতিমান গীতিকার ও সুরকার একেএম আবদুল আজিজের মেয়ে।

১৯৬০ সালে তিনি একজন রেডিও সঙ্গীতশিল্পী হন। এছাড়াও, নাদিরা বেগম দীর্ঘকাল ভাওয়াইয়া একাডেমির সভাপতি ছিলেন।