ওমর ফারুক
গাজী ইসমাঈল ভাঁওয়ারী,বিশেষ প্রতিনিধি:
ঢাকা, ৯ নভেম্বর’২৩ সমমনা ইসলামী দলসমূহের নেতৃবৃন্দ বলেছেন, আসন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হয় এক অনিশ্চিত গন্তব্যের দিকেই অগ্রসর হচ্ছে দেশ।
জনগণ উদ্বিগ্ন। এমতাবস্থায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জতীয় নির্বাচনের জনদাবীকে উপেক্ষা ও অবজ্ঞা করে নির্বচনের তফসিল ঘোষণা করা হলে তাতে পরিস্থিতি আরো বিপদজনক হতে পারে।
সরকারকে এই মুহূর্তে এ রকম ঝুকি না নেওয়ার আহ্বন জানিয়ে নেতৃবৃন্দ আরও বলেন, সংকট সমাধান না করে একতরফা নির্বাচনের আয়োজন করা হলে তা অদূর ভবিষ্যতে অপরিণামদর্শী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়ে থাকবে। সরকারের উচিৎ আলোচনার পরিবেশ সৃষ্টি করে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা। নেতৃবৃন্দ নির্বাচন কমিশনকে দেশের স্বার্থে তফসিল ঘোষণা না করার আহ্বান জানান।
নেতৃবৃন্দ কারাবন্দী মাওলানা মামুনুল হক, মাওলানা মুনির হোসাইন কাসেমী সহ আলেম-উলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দের দ্রুত মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
আজ (৯ নভেম্বর ) রাতে পুরানা পল্টনস্থ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে সমমনা ইসলামী দলসমূহের এক বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ এসব কথা বলেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, মুসলিমলীগের মহাসচিব কাজী আবুল খায়ের, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা মাহবুবুল হক, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, বাংলাদেশ খেলফত আন্দেলনের কেন্দ্রীয় নেতা মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী প্রমুখ।

