ওমর ফারুক
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হামাসকে সামরিক ও রাজনৈতিক সহায়তার অনুরোধ করেছেন। আমেরিকান নিউজ নেটওয়ার্ক সিএনএন রোববার (১২ নভেম্বর) এ খবর প্রকাশ করেছে।
তিনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাত করেছেন, নিবন্ধ অনুসারে। এরপর রিয়াদে আরব-ইসলামিক সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এ দাবি জানান।
ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলি সহিংসতা এড়াতে হামাস প্রতিরোধ সংগঠনকে সমর্থন দিতে হবে। ফলে আরব দেশগুলোর উচিত স্বাধীনতাকামী গোষ্ঠীকে অস্ত্র দেওয়া। এছাড়া ইরানের প্রেসিডেন্ট হামাসের জন্য আরও সাহায্যের অনুরোধ করেছেন।
সভায় মোট ৫৭ জন সিনিয়র এক্সিকিউটিভ উপস্থিত ছিলেন। এ সময় তারা অবিলম্বে গাজায় ইসরায়েলি সহিংসতা বন্ধের দাবি জানান।

