ওমর ফারুক
বিজয় কর রতন, মিঠামইন(কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ইটনায় বালু বোঝাই ট্রলি গাড়ীর ধাক্কায় সজয় (১০) নামে এক শিশু নিহত হয়েছে। ১৫ নভেম্বর বুধবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের নতুন বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজয় স্থানীয় সুইপার মন্তুষের ছেলে। বাজারের ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরেই বাজারের মধ্যে দিয়ে ইট বালু ব্যবসায়ীরা ঝুঁকিপূর্ণভাবে ট্রলি গাড়ী দিয়ে মালামাল আনা-নেওয়া করে।
এতে বহুবার এমন দুর্ঘটনায় আহত হয়েছে একাধিক মানুষ। ইটনা থানা অফিসার ইনচার্জ মো. জাকির রব্বানী জানান, খবর পেযে ঘটনাস্থলে পৌঁছে ট্রলি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থালে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

