ওমর ফারুক
অরবিন্দ পোদ্দার,নলছিটি প্রতিনিধি:
“নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২৩ এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম’র সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: গবিন্দ লাল কুন্ড ও ডা: সাবিনা আক্তার সুমী।
অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আল আমিন মোল্যা।

