ওমর ফারুক

শাওন আহমেদ সা’দ ( মাধবদী-নরসিংদী প্রতিনিধি)

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে আগামী ৭ই জানুয়ারি ২০২৪ইং রবিবার। তফসিল ঘোষণার এ সংবাদে আওয়ামীলীগের নেতাকর্মীরা এ আনন্দ মিছিল করেন।

নরসিংদী সদর উপজেলা মাধবদী পৌরসভায় ১৫ই নভেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় এ আনন্দ মিছিল করা হয়।

নরসিংদী সদর-১ আসনের আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী,বাংলাদেশ আওয়ামীলীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব আলী হোসেন শিশির (সিআইপি) ও মাধবদী পৌরসভা মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক এ দুই ভাইয়ের নেতৃত্বে নরসিংদী সদর ও মাধবদীর আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রায় কয়েক হাজার নেতাকর্মী এ আনন্দ মিছিলটিতে অংশগ্রহণ করেন।

মাধবদী পৌরসভা প্রাঙ্গন হতে মিছিলটি শুরু হয়ে মাধবদী বাজার প্রদক্ষিণ করে মাধবদী বাসস্ট্যান্ড হয়ে পুনরায় পৌরসভার সামনে এসে মিছিলটি শেষ হয়।