ওমর ফারুক
শাওন আহমেদ সা’দ, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে নরসিংদী সদর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ফরম জমা দিয়েছেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট,বাংলাদেশ আওয়ামীলীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব আলী হোসেন শিশির( সিআইপি)।
রোববার (১৯ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগ নেতাকর্মী এবং নিজের কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন ফরম উত্তোলন করে ২০নভেম্বর বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে তিনি মনোনয়ন ফরম জমা দেন।আলী হোসেন শিশির সোনালী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির পরিচালক,নরসিংদী জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক,এফবিসিসিআইয়ের পরিচালক সহ নানান সাংগঠনিক কাজে বহুদিন যাবৎ জড়িয়ে আছেন।
করোনাকালীন সময়ে নরসিংদীর ব্যবসায়ীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতার মাধ্যমে ব্যবসায়ীদের অনলাইন ব্যবসায় চালু করার মাধ্যমে তিনি সবচেয়ে বেশি আলোচনায় আসেন।মনোনয়ন ফরম জমা দেওয়ার পর আলী হোসেন শিশির বলেন, তিনি সবসময় ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করেছেন।
সবসময় মানুষের বিপদ আপদে পাশে ছিলেন। এখন বৃহৎ পরিসরে নরসিংদী সদর-১ নির্বাচনী আসনের উন্নয়নে কাজ করতে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ ভিশন বাস্তবায়নে দলের একনিষ্ট কর্মী হিসেবে দেশ এবং নিজের নির্বাচনী এলাকার মানুষের জন্য কাজ করতে তিনি দলীয় মনোনয়ন চেয়েছেন।
দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি তাকে যোগ্য মনে করে নরসিংদী সদর-১ আসনে দলীয় মনোনয়ন দেন তাহলে মানুষ তাকে অবশ্যই ভোট দিবে।মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় আলী হোসেন শিশিরের সাথে উপস্থিত ছিলেন নরসিংদীর আওয়ামীলীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা।

