ওমর ফারুক

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান,জেলা প্রতিনিধি:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রসিংদীতে নৌকার প্রচারণায় নেমেছেন নৌকা প্রতিকে মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ডক্টর শেখ আবুল হোসেন (হানিফ)। তিনি নরসিংদী ১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী।

মঙ্গলবার ২১ নভেম্বর সকালে কর্মী-সমর্থকদের নিয়ে তিনি নৌকার প্রচারণায় মাঠে নামেন।

তিনি প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত মাধবদী বাজার থেকে প্রচারণা শুরু করে নরসিংদী পৌর শহরের নানান হাট-বাজারে নৌকা প্রতিকে ভোট চেয়ে প্রচারণা চালান। ইতিপূর্বে তিনি নৌকা প্রতিকে মনোনয়ন পত্রও ক্রয় করেছেন।

সমর্থকদরা জানান, প্রফেসর ডক্টর শেখ আবুল হোসেন হানিফ বাংলাদেশ আওয়ামিলীগ এর বন ও পরিবেশ উপকমিটির সদস্য। তিনি একজন শিক্ষাবিদ, পরিবেশবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়া ছাড়াও তিনি মানবিক গুণাবলীতে একজন অনন্য মানুষ।

প্রফেসর ডক্টর শেখ আবুল হোসেন হানিফ সবুজ পরিবেশ আন্দোলন নরসিংদী জেলা শাখার বর্তমান কমিটির সভাপতির দায়িত্বে আছেন, এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সাথে জড়িত।

প্রচারণাকালে তিনি বলেন,’আমাদের সমাজটাকে ক্ষুদা, দারিদ্র্য ও সন্ত্রাস-মাদকমুক্ত করার লক্ষ্যে আমি কাজ করে যাবো। যুব-তরুণ সমাজকে আলোর পথে পরিচালিত করতে স্বচেষ্টা থাকবো।

আগামী দিনগুলোতে সুস্থ ধারার রাজনীতি উপহার দিতে সৎ ও শিক্ষিত ব্যক্তিদের রাজনীতি মুখী করার চেষ্টা করবো। নরসিংদীতে পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিক্যাল কলেজ করার চেষ্টা করবো।

সেই সাথে মাধবদী থানাকে উপজেলায় রুপান্তরের চেষ্টা করবে বলেও আশ্বাস দেন।