সম্পাদক

মোঃ সিদ্দিকুর রহমান ইমন, স্টাফ রিপোর্টার:

নরসিংদী জেলার মাধবদী থানায় স্বামীর বিরুদ্ধ যৌতুকের টাকা না পেয়ে গরম ভাতের মার দিয়ে গৃহবধূর শরীর ঝলসে দেয়ার অভিযোগ ওঠেছে। গত ১৫ ই নভেম্বর বুধবার বিকালে মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের খাদিমাচর গ্রামে স্বামীর নিজ বাড়িতে গৃহবধূর সাথে এই ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী গৃহবধূর নাম রত্না আক্তার লাকী (২২)। তিনি খাদিমাচর গ্রামের মোঃ রফিকুল ইসলাম স্ত্রী।
ঘটনানা জানতে পেরে মেয়ের বাবা মোঃ জাবেদ আলী স্বজনদের নিয়ে তাঁকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করেন।

ঢাকা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তাসিনীন খানম বলেন, গৃহবধূ রত্না আক্তার লাকীর শরীর অধিকাংশ জায়গা পুড়ে ক্ষত হয়ে গেছে। ঝলছে গেছে শরীর গোপনীয় অনেক স্থান। তাকে উন্নত চিকিৎসা না দিলে অবস্থা খুব ভয়ংকর রুপ ধারন করতে পারে। আমারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ।

গ্রামবাসী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর ৫ বছর আগে খাদিমাচর গ্রামের মোঃ ইকবাল হোসের বড় ছেলে মোঃ রফিকুল ইসলাম এর সাথে কাঠালিয়া ইউনিয়নের ডৌকাদী চকের বাড়ীর মোঃ জাবেদ আলীর একমাত্র মেয়ে, রত্না আক্তার লাকীর বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে রফিকুল ইসলাম কে এক লাখ টাকা, এক ভরি স্বর্ণ ও বেশ কিছু আসবাব দেওয়া হয়। বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে আরও যৌতুক আনতে স্ত্রীকে চাপ দেন রফিকুল ও তার মা বাবা। এ সময় রত্না তাঁর বাবার কাছ থেকে কিছু টাকা এনে দেন তাঁর স্বামীকে। রফিকুল কোনো আয়রোজগার করতেন না। দুই মাস আগে তিনি আবার শ্বশুরবাড়ি থেকে ৫০ হাজার টাকা যৌতুক আনতে স্ত্রী রত্নন কে চাপ দেন। কিন্তু সুরাইয়া সেই টাকা আনতে অস্বীকার করেন। এ ঘটনায় মোঃ রফিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেন।

তারপর বাবা স্থানীয় লোকজন নিয়ে বুজিয়ে আবারো স্বামীর বাড়িতে পাঠান। মাস না যেতেই রত্নার স্বামী মোঃ রফিকুল ইসলাম যৌতুকের টাকার জন্য চাপ দিচ্ছেন পূনরায়। তারপর একপর্যায়ে কথা কাটাকাটি করে তাকে এ্যালোপাথরি মারতে থাকে।তখন স্ত্রী রত্না ভাত রান্না করছিলেন। যৌতুকের টাকা আনতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে মোঃ রফিকুল ইসলাম চুলায় থাকা গরম ভাতের মার তাঁর স্তীর গায়ে ঢেলে দেন। এতে তার শরীরে অধিকাংশ জায়গা ঝলসে যায়। ওই গৃহবধূর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে রত্নার বাবা স্বজন দের সহযোগিতায় তাকে ঢাকা হাসপাতালে নিয়ে যান।

রত্নার বাবা মোঃ জাবেদ আলী দৈনিক বাংলাদেশ আমার পত্রিকা কে বলেন,মেয়ের জামাই মোঃ রফিকুল ইসলাম যৌতুকের টাকার জন্য তাঁর মেয়েকে চাপ দিচ্ছেলেন। তার মেয়ে টাকা দিতে অস্বীকার করায় রফিকুল ইসলাম আমার একমাত্র মেয়ের শরীরে গরম ভাতের মার ঢেলে দিয়েছে। আমার মেয়ের দুই বছরের একটা শিশু বাচ্ছা রয়েছে। মেয়ের পুরো শরীর ঝলসে যাওয়ার কারনে বাচ্চা তার মায়ের কাছে যায়না ভয়ে।

অভিযোগের বিষয়ে মোঃ রফিকুল ইসলাম বলেন, ‘যৌতুকের জন্য নয়, রাগের মাথায় স্ত্রীর গায়ে একটু গরম পানি ছুড়েছি। এভাবে ঝলসে যাবে, কখনো ভাবিনি।’

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাম্রুজ্জামান বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। কোর্টে মামলা হয়েছে
কোর্ট থেকে আদেশ পেলেই আমরা দ্রুত আইনি পদক্ষেপ নিবো।