ওমর ফারুক

বিশেষ প্রতিবেদক :

নরসিংদীতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী সদর ১ আসনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ই নভেম্বর) বিকেলে নরসিংদী ক্লাব অডিটরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি জি এম তালেবের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর ১ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম হিরো (এমপি)।
এসময় উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন নরসিংদী উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া,জেলা শ্রমিক লীগের আহ্বায়ক রিপন সরকার, নরসিংদী জেলা সেক্টর কমান্ডার ফোরাম ৭১ এর সভাপতি মোতালিব পাঠান, মাধবদী থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা পবিত্র রঞ্জন দাস মহাদেব প্রমুখ।