ওমর ফারুক
এইচ এম হাছনাইন, তজুমদ্দিন(ভোলা) প্রতিনিধি:
বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে তজুমদ্দিনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে ১৬ ডিসেম্বর শনিবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনি এরপর উপজেলা শহিদ মিনারে ও বঙ্গবন্ধু ম্যুরালে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন, তজুমদ্দিন প্রেসক্লাব, ইমার্জেন্সি ব্লাড ডোনেশন, তজুমদ্দিন, ভোলা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সংস্থরের মানুষ পুস্প্যমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে তজুমদ্দিন সরকারি কলেজ মাঠে কুচকাওয়াজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিক্তিক ডিসপ্লে প্রদর্শণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ, তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল হক, উপজেলা আ’লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, কহিনুর বেগম শিলা, তজুমদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের অধ্যক্ষ মোঃ মুঈনুদ্দীন হাওলাদার, চাঁচড়া ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরণ, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু হাওলাদার, তজুমদ্দিন প্রেসক্লাব এর সাবেক সভাপতি রফিক সাদী, তজুমদ্দিন লাইভ নিউজ এর প্রধান সম্পাদক ও পরিচালক এইচ এম হাছনাইন, তজুমদ্দিন উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী,তজুমদ্দিন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইশতিয়াক হাসান, আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতা কর্মীসহ তজুমদ্দিন উপজেলার সর্বস্তরের জনগণ।

