ওমর ফারুক

এস এম আব্দুল্লাহ সউদ, কালাই উপজেলা প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন,পায়রা অবমুক্তকরণ, সম্মিলিত কুচকাওয়াজ,শারীরিক কসরত প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করেছে জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন।

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শনিবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে কালাই সরকারি মহিলা কলেজ মাঠে মহান বিজয় দিবস পালিত হয়েছে ।

সকাল ৮টায় কলেজ মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠ করে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা অবমুক্ত করে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা।

এর আগে ১৯৭১ সালে দেশ স্বাধীনের জন্য যুদ্ধ করে জীবন দেয়া শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্ব্নির মাধ্যমে একে একে উপজেলা সৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে দিবসটির সূচনা হয়।

উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, কালাই পৌরসভা, কালাই পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন, উপজেলা জাতীয় পার্টি এবং অন্যান্য রাজনৈনিক দলসহ বিভিন্ন পেশাজীবি সংগঠন ও গণমাধ্যম কর্মীসহ মানুষেরা শহীদদের ফুলেল শ্রদ্ধা নিবেদন করে।

সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার বিভিন্ন সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠান এবং বাস-ভবন গুলিতেও জাতীয় পতাকা উত্তোলন করেন ।

পরে একই স্থানে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার, ভিডিপি, স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজে অংশগ্রহন করেন। এ ছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীদের শারারিক কসরত প্রদর্শন হয়।

সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কালাই উপজেলা প্রসাশনিক কর্মকর্তা ছাইফুল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুল হায়াত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন।


শেষে কুচকাওয়াজ, শারীরিক কসরত ও ডিসপ্লেতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কার বিতরণ করা হয়।একইসঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুলের শুভেচ্ছা, সংবর্ধনা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন কালাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওয়াসিম আল বারী, কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব হেলালউদ্দীন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও উপজেলা কৃষক লীগের সভাপতি মুনীশ চৌধুরী, কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ নাজিম উদ্দিন,হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম,
কালাই ময়েন উদ্দিন সরকারি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মহিলা সদস্য মিসেস রত্না রশিদ,মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসেস মেরী আক্তার, শ্রদ্ধেয়মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষকবৃন্দ,গণমাধ্যমে কর্মী ও বিভিন্ন পেশার মানুষ।