সম্পাদক

মোঃ হাছনাইন,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:

ভােলার চরফ্যাশন উপজেলার বিয়ের দাবিতে বিষের বােতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক কলেজছাত্রী। এ ঘটনায় বাড়ি থেকে পালিয়েছেন প্রেমিক। সােমবার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সােলাইমান ঢাড়ী বাড়িতে গিয়ে ওই কিশোরী অনশন শুরু করে।

অভিযুক্ত প্রেমিক রাজিব (১৮) সােলাইমান ঢাড়ীর ছেলে এবং একই কলেজের সহপাঠী। ভুক্তভােগী কলেজছাত্রী বলেন, রাজিবের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রমের সম্পর্ক চলে আসছিল। প্রেমের একপর্যায়ে সে মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করত এবং বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তােলে। গত রােবরার বিয়ের জন্য বললে রাজিব অস্বীকৃতি জানায়। পরে সোমবার সকালে রাজিবের বাড়িতে এসে অনশন শুরু করি। বাড়িতে আমার উপস্থিতি দেখে রাজিব পালিয়ে যায়। বিয়ে না করলে আমার আত্মহত্যা ছাড়া আর কোনাে পথ নেই। এ জন্য আমি বিষের বোতল হাতে নিয়ে অনশনে বসেছি।

এ ঘটনার পরপরই প্রেমিক রাজিব বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় বক্তব্য জানা যায়নি। তবে ছেলের মা তাসলিমা বেগম জানান, মেয়ের পরিবারের সঙ্গে কথা বলে খুব দ্রুতই বিয়ের ব্যবস্থা করা হবে। শশীভূষণ থানার ওসি এনামুল হক বলেন, লিখিত অভিযােগ পেলে প্রয়ােজনীয় ব্যবস্থা নেয়া হবে।