ওমর ফারুক
রবিউল ইসলাম, বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহী-৬ বাঘা-চারঘাট আসনে নৌকার পরাজয় হলে উন্নয়নের ঘরে তালা লাগবে বলে মন্তব্য করেছেন বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী।
তিনি পৌর বাজার এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি’র নৌকা মার্কা প্রতিকের পক্ষে ভোট প্রার্থনা করেন।
সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে তিনি পৌর বাজারের প্রতিটি দোকানে গিয়ে দোকানীদের সাথে ১৫ বছরের দৃশ্যমান উন্নয়নের কথা বিষয় তুলে ধরে নৌকা মার্কায় ভোট চান।
পরে তিনি সাংবাদিকদের সাথে আলাপ কালে দীর্ঘ ১৫ বছরের ৫ বছর এমপি এবং ১০ বছর পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা শাহরিয়ার আলমের দূরদর্শিতা, পারদর্শীতা, একনিষ্ঠতা এবং ন্যায়পরায়নতার বিষয়ে আলোকপাত করেন মেয়র।
এ সময় তিনি উপজেলা তথা আড়ানী পৌরসভার অভূতপূর্ব উন্নয়ন বিষয় তুলে ধরে বলেন, এই ১৫ বছরে বাঘা চারঘাটে যে উন্নয়ন সংঘটিত হয়েছে তা ১৯৭১ সালের পর থেকে দীর্ঘ সময়ে তা সম্ভব হয়নি।
আবারও নৌকার বিজয় হলে অবশ্যই বাঘা চারঘাট উপজেলার উন্নয়ন কার্যক্রম চলমান থাকবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ বাঘা-চারঘাট আসনে যদি কোন কারণে নৌকার পরাজয় ঘটে তবে উন্নয়নের ঘরে তালা লেগে যাবে।
তিনি মনে করে বাঘা-চারঘাটের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। এ সময় পৌর কাউন্সিলর আসাদুজ্জামান রানা, টুটুল সহ পৌরসভার কর্মচারী ও স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাউসা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও বাউসা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান বলেন, আমি দীর্ঘ ২০ বছর যাবত এ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
দীর্ঘ সময় ধরে এই দলের সাথে আছি। রাজনৈতিক অঙ্গনে আমার দেখা একজন শ্রেষ্ঠ মানুষ পররাষ্ট্রপতি মন্ত্রী শাহরিয়ার আলম। তার প্রত্যেকটি বিষয়ে যে জ্ঞান গরিমা আছে তা আমাদের মুগ্ধ করে।
তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে উন্নতি ঘটিয়েছেন তা বর্ণনাতীত। সেটা বর্ণনা করলে বড় একটি প্রবন্ধ রচনা হয়ে যায়। উনি একজন সফল রাজনীতিবিদ। তিনি বাঘা উপজেলার আওয়ামী লীগের সভাপতি।
এমন কোন আওয়ামী লীগ নেতা নেই যারা তার স্নেহ থেকে বঞ্চিত হয়েছেন। এমন কোন অসহায় কর্মী নেই যাহারা শারীরিক- মানসিক অর্থনৈতিক ভাবে তার কাছ থেকে সাহায্য পাননি।
তিনি এলাকায় এলে সকাল থেকে রাত একটা দুইটা পর্যন্ত সাধারণ মানুষের জন্য কাজ করে থাকেন। তিনি ভাবেন কিভাবে সাধারণ মানুষের পাশে থাকা যায় তাদের দুঃখ দর্দশা দূর করা যায়। প্রতিটা শীতে বাঘা চারঘাট অসহায় মানুষের জন্য দুই ট্রাক করে কম্বল নিয়ে আসেন।
দেশে যে কোনো ক্রাইসিস মুহূর্ত এলে সাধারণ মানুষের জন্য তিনি চাল, ডাল, তেল দিয়ে সাহায্য করেন।
যাদের চিকিৎসার টাকা নেই তাদের পাশে গিয়ে দাঁড়ান, একজন ব্যক্তির চক্ষু অপারেশনের টাকা নেই, হার্ট অপারেশনের টাকা নেই, তিনি তাদের সর্বোচ্চ অর্থ দিয়ে সহায়তা করে থাকেন।
তিনি বাঘা-চারঘাট এর যে উন্নয়নের অবকাঠামোর পরিবর্তন করেছেন তা বিগত ৫০ বছরে হয়নি। কিন্তু শাহরিয়ার আলম একাই তা করেছেন। একটিবার তাকালে দেখবেন, বাঘা- চারঘাটের রাস্তা-ঘাট স্কুল প্রতিষ্ঠান, বাজার। আড়ানীর দিকে তাকালে দেখবেন, তিনি নিজ অর্থায়নে একটি শিশু হাসপাতাল গড়ে তুলেছেন, একটি জমি কিনে সেখানে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করেছেন।
আজকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে হাওয়া বইছে, তার বিপক্ষে একজন স্বার্থপর মানুষ দাঁড়িয়ে আছেন। তিনি ২০ বছর ধরে মাঠে নেই। বিগত বছরের করোনার ক্রান্তি লগ্নে যখন মানুষ সবাই চিন্তিত, তখন মাননীয় শাহরিয়ার আলম অসহায় জনগণের পাশে দাঁড়িয়েছেন।
কিন্তু সেই সময় রাহেনুল হক রায়হান কে জনগণ পাশে পাননি। আমি বিশ্বাস করি সাধারণ জনগণ আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীককে বিপুল ভোটের ব্যাবধানে জয়ী করে দেশবাসীকে জানিয়ে দেবেন।
সরেজমিনে জানা যায়, আড়ানী পৌর যুব মহিলালীগ সম্পাদিকা ও পিয়াদা পাড়া এলাকার কাবিল হোসেনর স্ত্রী আছিয়া বেগম (৪৮) বলেন, আমি এক সময় ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিলাম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম আমাকে সাহায্য সহযোগীতা করেছিলেন। তার উছিলায় আজও আমি পৃথিবীর আলো দেখছি।
আছিয়া একজন ভ্যানচালকের কাছে ভোট প্রার্থনার সময় এসব কথা বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন, আমি কোন কিছুর বিনিময়ে নয় সেচ্ছায় নির্বাচনী প্রচারনায় মাঠে নেমেছি। বার বার বলার পরেও আমাকে কেউ টিম দিয়ে সহযোগিতা করেনি।
পরে আড়ানী পৌর মেয়র মুক্তার আলীর সহযোগীতায় ১০ জন সহযোগী মহিলাকে সাথে নিয়ে আমি নির্বাচনী প্রচার প্রচারনার কার্যক্রম করে যাচ্ছি। আমি চাই এবারের নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় হোক।
অপর দিকে বাউসা ইউনিয়নের ফতেপুর বাউসা এলাকার মজিবুর নামের এক ব্যাক্তি বলেন, আমার স্ত্রী প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে বিছানাগত হয়ে পড়েছিল। এমন দুরসময়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম আমাকে ৫০ হাজার টাকা দিয়ে সহযোগিতা করেছে। এ উপকারের কথা আমি কখনও ভুলবোনা। দোয়াকরি এবারের নির্বাচনে শাহরিয়ার আলমের বিজয় হোক।
এ জনপদে অভূতপূর্ব উন্নয়ন সংঘটিত হওয়ার পরেও অজানা কারণে সাধারণ ভোটারদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। তবে আসন্ন এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এর পরাজয়ে এই জনপদের উন্নয়ন ব্যাহত হবে বলে ধারণা সংশ্লিষ্টদের।
আসন্ন রাজশাহী -৬ বাঘা-চারঘাট আসনে ৬ জন প্রার্থীর মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব শাহরিয়ার আলম এবং কাঁচি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক রায়হান এর মধ্যে এবারের ভোট যুদ্ধে হাড্ডা হাড্ডি লড়াই হবে বলে মনে করেন সাধারণ ভোটাররা।

