ওমর ফারুক
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ৯ টায় ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
নির্বাচনী বিফিং প্যারেডে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন রেজা, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা প্রাণকৃষ্ণ দেবনাথ,তদন্ত অফিসার নাজমুস সাকিব সজীব প্রমূখ।
নির্বাচনী ব্রিফিং প্যারেডে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যদের ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে সুষ্ঠু সুন্দরভাবে ভোট গ্রহণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশনা প্রদান করা হয়।

