ওমর ফারুক

মো: কামাল হোসেন, জীবননগর( চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে। সকাল ১০:০০ ঘটিকায় আগামী ৭ই জানুয়ারি ২০২৪খিঃ অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন ডিউটিতে নিয়োজিত চুয়াডাঙ্গা জেলার সর্বস্তরের পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে পুলিশ লাইন্স মাঠে নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উক্ত নির্বাচনী ব্রিফিংয়ে জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম- সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. কিসিঞ্জার চাকমা, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা, চুয়াডাঙ্গা।

পুলিশ সুপার মহোদয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৪ খ্রিঃ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করতে নির্বাচন ডিউটিতে কর্মরত সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এসময় তিনি নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ ও আনসারের সকল সদস্যদের সমন্বিতভাবে পক্ষপাতিত্ব,
অত্যুৎসাহী ও শিথিলতা পরিহার করে অর্পিত দায়িত্ব আইনানুগভাবে পালন করার নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, ভোটকেন্দ্রের মূল দায়িত্ব প্রিজাইডিং অফিসারের বিধায় তার বৈধ আদেশ সঠিকভাবে পালন করতে হবে । পুলিশ ও আনসারের দায়িত্ব হচ্ছে ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারসহ তার অন্যান্য সহকর্মীদের নিরাপত্তা দেওয়া, নির্বাচন সামগ্রীর নিরাপত্তা দেওয়া, নির্বাচন কেন্দ্রের নিরাপত্তা দেওয়া ও ভোটারদের আসা-যাওয়ার পথে নিরাপত্তা দেওয়া।

প্রিজাইডিং অফিসারের কাজে সহায়তার জন্য পুলিশ ও আনসার সদস্যদের সম্মিলিতভাবে বিধিবদ্ধ কাজ করতে হবে।

কোন অপ্রীতিকর ঘটনা দেখলে প্রতিহত করতে হবে এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

ভোটারগণ যেন স্বাচ্ছন্দে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে ভোট কেন্দ্র ও তার আশেপাশের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচনী আইন ও বিধি মোতাবেক কাজ করতে হবে। সকলকে ব্যক্তি স্বার্থের উর্ধ্বে থেকে নির্ভয়ে দায়িত্ব পালন করতে হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ কে কেন্দ্র করে পুলিশের পাশাপাশি, সেনাবাহিনী, বিজিবি, RAB, আনসার, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিভিন্ন গোয়েন্দা সংস্থা সমন্বিত হয়ে দায়িত্ব পালন করবেন। চুয়াডাঙ্গা জেলার প্রতিটি ভোটকেন্দ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে।

কেউ কোন প্রকার বিশৃঙ্খল ঘটনার অবতারণা করলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জেলা পুলিশ ভোটকেন্দ্র এবং কেন্দ্রের বাইরে যেকোন অপ্রীতিকর পরিস্থিতি রোধ করতে সর্বদা তৎপর থাকবে।

উক্ত ব্রিফিং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); চুয়াডাঙ্গা; জনাব মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জনাব সঞ্জয় চৌধুরী, জেলা কমান্ড্যান্ট, চুয়াডাঙ্গা; জনাব জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গা; জনাব হুমায়রা আক্তার, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, চুয়াডাঙ্গা; সকল অফিসার ইনচার্জগণ; জনাব আবু জিহাদ ফকরুল আলম খান, ডিআইও-১, ডিএসবি; চুয়াডাঙ্গাসহ নির্বাচন ডিউটিতে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর (পুলিশ ও আনসার) সকল পদমর্যাদার অফিসার ফোর্সগণ।