ওমর ফারুক

মোঃ আশিকুর রহমান, আজমিরীগঞ্জ থেকে ;

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ -২ ( বানিয়াচং -আজমিরীগঞ্জ ) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা) প্রতীক নিয়ে এডভোকেট ময়েজউদ্দিন শরীফ রুয়েল বেরসরকারী ভাবে নির্বাচিত।

আজ (৭ জানুয়ারি) রবিবার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ২ (বানিয়াচং -আজমিরীগঞ্জ ) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা) প্রতীক নিয়ে এডভোকেট ময়েজউদ্দিন শরীফ রুয়েল বেরসরকারী ভাবে নির্বাচিত হয়ছেন।

তিনি ৯৮,৩৪৮ (আটানব্বই হাজার তিন শত আটচল্লিশ ) ভোট পেয়ে বেরসরকারী ভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী এডভোকেট আব্দুল মজিদ খান (ঈগল) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯২৫৫ উন পঞ্চাশ হাজার দুই শত পঞ্চান্ন ) ভোট পেয়েছেন।


এই আসনে মোট ভোটার সংখ্যা হলো ৩ লাখ ৬৮ হাজার ৩৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৮৬ হাজার ১৪৬ জন।


আর মহিলা ভোটার রয়েছেন ১লাখ ৮২ হাজার ১৮৮ জন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।তবে ভোটার উপস্থিতি কম ছিল