ওমর ফারুক
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা এ-র অভিযানে এসআই (নিঃ) কমল সরকার সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন সারুটিয়া সাকিনস্থ জনৈক শাহজাহান এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে ০৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ ১৭.১৫ ঘটিকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ কামাল হোসেন (২৮), পিতা-মোঃ আমির উদ্দিন, মাতা-মোছাঃ হোসনে আরা, সাং-ছাতিয়ানতলা বৈরাটি, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০১টি মাদক মামলা রয়েছে।
উদ্ধারকৃত ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ১ জন আসামীর বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

