ওমর ফারুক
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
অদ্য ০৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক এর কার্যালয়, “গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার, চুয়াডাঙ্গার আয়োজনে “জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৪” উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কারোল বিতরণ অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কিসিঞ্জার চাকমা, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ সিদ্দিকুর রহমান, সাবেক অধ্যক্ষ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ; ড. মুন্সি আবু সাইফ, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব শারমিন আক্তার, উপপরিচালক, স্থানীয় সরকার, চুয়াডাঙ্গা।
এসময় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

