ওমর ফারুক
মোঃ রায়হান জোমাদ্দার, বিশেষ প্রতিনিধ:
কুমিল্লা নগরের ঐতিহ্যবাহী ভার্চুয়াল ফানটাউন টুলিপাড়া এসএসসি ২০১৩ ও এইচএসসি ২০১৫ ব্যাচের চতুর্থবারের মতন পুণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক বছর পর সহপাঠীর পরস্পরকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানের স্লোগান ছিল, প্রাণের প্রামাস্বতায় হলাম জড়ো বন্ধুত্বের প্রণয়ে সিক্ত ।
আয়োজক সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১০:০০ টায় ফুলের শুভেচ্ছার মধ্যে দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান কর্মসূচি শুরু হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এরপর জাতীয় সঙ্গীত ও ২০১৩ ব্যাচের যারা মারা গেছেন তাদের স্মরণে ১মিনিট শোকপ্রস্তার পেশ করা হয়।অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন আলী হাসান মিরাজ।
ভার্চুয়াল ফানটাউন টুলিপাড়া সামনের মাঠের মধ্যে বসে আড্ডা দিচ্ছিল কয়জন তাদের কেউ ব্যাংকে কেউ গৃহিণী কেউ সরকারি চাকরিজীবী। প্রায় এক বছর পর একে অন্যের সঙ্গে দেখা তাই হাসি গান আর ঠাট্টায় ফিরে গেছে আবারো সেই স্কুল জীবনে।
ভার্চুয়াল ফানটাউন টুলিপাড়া আয়োজিত পুণর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নানা জেলা হতে আগত অতিথিগণ। তাদের অনুভূতি জানাতে গিয়ে বলেন, এখানে এসে সবাইকে দেখে খুব ভালো লাগছে। আড্ডা দিয়ে মনে হচ্ছে আবার সেই পুরনো দিনে ফিরে গেছি।
একই বিভাগে পড়াশোনা করেছেন মোঃ মেহেদী হাসান তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এখনো সব বন্ধুর সাথে আমার কম বেশি যোগাযোগ আছে। তবে একসঙ্গে তো এভাবে বসে আর আড্ডা দেওয়া হয় না।
এই প্রাক্তণ বন্ধুত্বের মতে ভার্চুয়াল ফানটাউন টুলিপাড়া বিভিন্ন স্থানে এমন আড্ডার আসর বসিয়েছেন অনেকেই আড্ডায় যুক্ত আছেন স্ত্রী, সন্তান নিয়ে।
পুরনো কোনো বন্ধুকে দেখলেই জড়িয়ে ধরেছেন। মুঠোফোন সেলফি তুলে স্মৃতির পাতায় ধরে রাখার চেষ্টা করছেন। সকাল থেকে এমনই আড্ডা, স্মৃতিচারণ আর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে উৎসব মুখর পরিবেশ ছিল ভার্চুয়াল ফানটাউন টুলিপাড়া। পুণর্মিলনীকে কেন্দ্র করে ফানটাউন টুলিপাড়া সাজানো হয়েছে বর্ণিল সাঝে।

