ওমর ফারুক
মো কামাল হোসেন, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষে আজ ১৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ বিকাল ০৪:০০ ঘটিকায় পুলিশ পার্ক কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৪ থেকে শুরু হবে। কনস্টেবল (টিআরসি) নিয়োগ কার্যক্রম পর্যায়ক্রমে তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। আগামী ২০, ২২, এবং ২৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ সকাল ০৮:০০ ঘটিকা হতে শুরু হবে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test।
প্রথম ধাপে উত্তীর্ণ প্রার্থীরা ১৬ মার্চ ২০২৪ খ্রিঃ সকাল ১০:০০ ঘটিকায় লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ২৩ মার্চ ২০২৪ খ্রিঃ সকাল ১০:০০ ঘটিকায় মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা ও মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হলে চুড়ান্ত নিয়োগ প্রদান করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহাদয় বলেন, চুয়াডাঙ্গা জেলা পুলিশ রিক্রুটমেন্ট ২০২৪ এর সময় প্রতারক চক্র ও অর্থলোভী ব্যক্তিরা যেন চাকরি প্রত্যাশী ব্যক্তিদের বা তাদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে না নেয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
নিয়োগ প্রক্রিয়া পুলিশ হেডকোয়ার্টার্সের দেওয়া নির্দেশনা মোতাবেক অত্যন্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে সম্পন্ন হবে।
চুয়াডাঙ্গা জেলায় সাদা পোশাকে পুলিশ গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে যাতে কোন অর্থ লোভী গোষ্ঠী সাধারণ চাকুরি প্রার্থীর নিকট থেকে অর্থ হাতিয়ে নিতে না পারে। আবেদনের সময় ১২০ টাকা সরকারি ফি দিয়ে আবেদনকারীদের মধ্যে যারা যোগ্য তারাই চাকরি পাবে।
এর বাইরে কেউ কোন প্রকার অন্যায় কার্যক্রমে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)
(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), চুয়াডাঙ্গা; জনাব মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); চুয়াডাঙ্গা; জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); চুয়াডাঙ্গা; জনাব আবু জিহাদ ফকরুল আলম খান, ডিআইও-১, ডিএসবি, চুয়াডাঙ্গাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

