ওমর ফারুক
মো কামাল হোসেন, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৪ উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ ০৭ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখে জেলা পুলিশের পক্ষে গভীর শ্রদ্ধাভরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), চুয়াডাঙ্গা; আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার(দামুড়হুদা সার্কেল), আবু জিহাদ ফকরুল আলম খান, ডিআইও-১, ডিএসবি, ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, শেখ সেকেন্দার আলী পিপিএম-সেবা, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা থানা, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ।

