ওমর ফারুক

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর,কুড়িগ্রাম, প্রতিনিধিঃ

“মুই প্রতিবন্ধি মানুষ। সোগগুলায় রোজা করনুং। কোন দিন তৃপ্তি করি ইফতার করং নাই। আইজ ২ টাকা দিয়া এক প্যাকেট তেহেরী কিনি নিনুং,মন ভরে ইফতারি করিম। তোমাক গুলাক আল্লাহ ভালো করুক বাহে।” চোখে মুখে রাজ্যের হাসি নিয়ে কথা বলল্লেন ভিতরবন্দ ইনিয়নের নগর পাড়া গ্রামের প্রতিবন্ধি মোকতার।

১৪ রমজান কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভিতরবন্দ বাজারে নিম্ন আয়ের মানুষের জন্য ২ টাকার ইফতারির বাজারের আয়োজন করেন ফুল নামের একটি সংস্থা। নাম মাত্র ২ টাকা মূল্যে আয়োজরা ইফতারি বিক্রয় করেন।

সংগঠনটি নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, কুড়িগ্রাম জেলাধীন ফুলবাড়ী, নাগেশ্বরী ও কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন স্থানে ২ টাকার ইফতারির বাজার কার্যক্রম পরিচালনা করা হবে।

১১৩ জন নিম্ন আয়ের মানুষ ২ টাকার বিনিময়ে এক প্যাকেট করে তেহেরী কেনেন। ২ টাকার ইফতারির বাজারে ইফতার কিনতে আসা দিলরুবা, কাজলা ও আসমা জানান-“দুই টাকায় ইফতার কিনবায় পায়া হামরা খুবই খুশি। ”
২ টাকার ইফতারির বাজারের অথিতি হিসেবে আসা ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম শফি বলেন- অভাবি মানুষের পাশে দাড়াবার এক ব্যতিক্রমী আয়োজন ২ টাকার ইফতারির বাজার।

এই মানবিক কাজের জন্য আমার পরিষদের পক্ষ থেকে ফুল সংস্থাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল কাদের জানান- ফুল দীর্ঘদিন ধরে মানবকল্যাণ মূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। তারই ধারবাহিকতায় আজকের এই ২ টাকার ইফতারির বাজার।

আপনারা অবগত আছেন যে, ফুল কাউকে কোন ত্রান দেয় না। আমাদের এ কর্মসূচি চলমান থাকবে। সবার সহযোগিতা চাই।