ওমর ফারুক

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর,
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

বৃহস্পতিবার (৩ এপ্রিল ) কুড়িগ্রামের নাগেশ্বরীর বাস স্ট্যান্ডে এপেক্স ক্লাব অব আয়োজনে ৩৫০ জন শ্রমজীবিদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলাম (মুকুল), ডিস্ট্রিক্ট – ৭ এর সেক্রেটারি মোখলেছুর রহমান সহ অন্যান্য অতিথিবৃন্দ।

এপেক্স ক্লাব অব কুড়িগ্রামের সভাপতি এম রশিদ আলী বলেন, প্রায় ৩৫০ জন শ্রমজীবীকে ইফতার বিতরণ করা হয়। আমাদের এপেক্স ক্লাব এর সকল সদস্য সহ ভলান্টিয়ার প্রতি কৃতজ্ঞতা সর্বাত্মক সহযোগিতা করার জন্য আহ্বান করছি।