ওমর ফারুক

আজমিরীগঞ্জ প্রতিনিধি:-

উপজেলা তফসিল ঘোষণা হয়েছে ১ম ধাপের উপজেলা নির্বাচন তফসিলে বলা হয়েছে। ৮ই মে ২০২৪ ইং রোজ বুধবার ভোটগ্রহণ হবে।

আজমিরীগঞ্জ মোঃ আকবর হোসেন কি উপজেলা চেয়ারম্যান হওয়া উচিৎ ?

এ ব্যাপারে কিছু প্রশ্ন ।

১) তাঁর কথা বার্তা আচরণ, মানুষের সাথে ব্যাবহার কি আন্তরিক ?

২) যে কোন বিষয় নিয়ে  তাঁর কাছে সাধারণ মানুষ  কি  সুখ দুঃখের কথা বলতে পারে  ?

৩) উপজেলা চেয়ারম্যান দায়িত্ব পেলে কি  তিনি  ঠিক মতো দায়িত্ব পালন করেন ?

৪) সাধারন জনগণের সুখে দুঃখে কি তিনি পাশে থাকেন  ?

৫) তিনি কি রাজনৈতিক জীবনে ও ইউ পি সাবেক মেম্বার হিসেবে প্রশংসা কুড়িয়েছেন ?

 ৬) তিনি কি তাঁর নির্বাচনী এলাকায় চোখে পরার মতো উন্নয়ন করেছেন ?

৭) আপনি কি চান এলাকার   উন্নয়নমুলক হোক সাধারণ মানুষের অধিকার রক্ষা হোক ?

এই প্রশ্নগুলোর জবাব যদি আপনার কাছে হ্যা হয়, তবে মোঃ আকবর হোসেন উপজেলা চেয়ারম্যান হওয়া উচিৎ এবং   প্রয়োজন।  একজন উপজেলা চেয়ারম্যানের  কাছে প্রত্যাশা থাকতে পারে অনেক , কিন্তু যদি একজন ভাইস চেয়ারম্যান অন্তত এই প্রত্যাশাগুলো পুরন করতে সক্ষম হন তবে তিনি ভালো একজন সৎ মানুষ তিনি অনেক দিন ধরে রাজনীতির সাথে জড়িত আছেন। আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ।আজমিরীগঞ্জ উপজেলার উন্নয়নের জন্য শুধু তাকে দিয়েই সম্ভব। 

সকলের দূর্দিনে পাশে থাকতে পারবে এবং সকলকেই নিয়ে আজমিরীগঞ্জ কে মাদক, সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত উপজেলা গড়ে তুলতে পারবে।

মোঃ আকবর হোসেন মতো একজন
প্রতিভাবান, শিক্ষানুরাগী এবং শিক্ষিত , সমাজ সংস্কৃতি উন্নয়ন , মানবিক কর্মকান্ডের উজ্জ্বল দৃষ্টান্ত
সৎ ধার্মিক ও সুন্দর মনের সদা হাস্যজ্জল  মানুষকে সমর্থন দিয়ে তার জন্য দোয়া করি তিনি যেনো উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হন। এবং আজমিরীগঞ্জ উপজেলা জেলাকে একটি সুন্দর মাদক, সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত উপজেলা গড়ে তুলতে পারবে।