ওমর ফারুক

আরিফ হোসাইন, ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ৩ হাজার ৮৫৬ জানের মাঝে ৩হাজার ৫৬৪ জন ভর্তি পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। উপস্থিতির হার ছিল ৯২.৪৩ শতাংশ।


বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিকে পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ও বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষা কেন্দ্র এবং কন্ট্রোল রুম পরিদর্শন করেন।

সেখানে পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিয়ে সন্তোষ প্রকাশ করেন। কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য বলেন, অত্যন্ত স্বচ্ছতার সাথে আমাদের শিক্ষকরা পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন।মেয়র মহোদয় পানি ও স্যালাইনের ব্যবস্থা করে দিয়েছেন।

বিএনসিসিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, ফায়ার সার্ভিস রয়েছে।

কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা বাধা-বিপত্তির কারণ দেখা যায়নি। সকলের সহযোগিতায় খুবই ভালো ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে।

উল্লেখ্য, আগামী ১০ মে (শুক্রবার) ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা বিভাগ) ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধুমাত্র বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।##