সম্পাদক
শাওন আহমেদ সাদ, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলা মেঘনানদীর বাহের চর অংশে, পাইকারচর ইউনিয়নের মেঘনাবাজার থেকে নৌকাযোগে আনুমানিক ৭ মিনিট পৌঁছাতে লাগে এতটুকু দূরত্ব রাস্তায় ডাকাতির ঘটনা ঘটছে।
আজ ৮ই জুন ২০২৪ইং শনিবার বিকাল ৩ টা ৫০ এর দিকে স্পিড বোর্ড দিয়ে ৬ থেকে ৭ জনের এক ডাকাত দল হাতে দেশীয় অস্ত্র চাপাতি, চাইনিজ কুড়াল নিয়ে মেঘনাবাজারের নৌকা চালক নাবিক মান্নানের নৌকায় আটক করে। নোকা আটক করে প্রথমেই নাবিক মান্নানের গলায় ছুরি ধরে নৌকা থামাতে বলে ডাকাত দল,নাবিক মান্নান না থামাতে,ডাকাতের একজন নিজেই ইঞ্জিন থামিয়ে দেয়। পরবর্তীতে নৌকায় থাকায় ব্রাক অফিসের মেঘনাবাজার শাখার ৭ জন কর্মকর্তা ও ২ জন সদস্যকে অস্ত্রের ভয় দেখিয়ে সাথে থাকা নগদ অর্থ ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়।
ব্রাক অফিসের এক কর্মকর্তা জানায়,তাদের কালেকশনের ৭ লক্ষ টাকা নগদ,এবং কর্মকর্তাদের হাতে থাকা মোবাইল ফোন,এবং এক নারী কর্মকর্তার কানে থাকা স্বর্ণের ৩ আনা জিনিস,এবং এক নারী সদস্যের সাথে থাকা স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। এসময় নাবিক মান্নান আমাদের জানান,ডাকাতের যে সদস্য তাঁর গলায় ছুরি ধরে, তার মুখ মন্ডল বাঁধা ছিল না,এবং যিনি স্পিড বোর্ডটির নাবিকের দায়িত্বে ছিলেন তাঁর মুখমণ্ডলও বাঁধা ছিল না,বাকিদের মুখে কালো মুখোশ পড়া ছিল, সবাই অস্ত্র নিয়ে ভয় দেখিয়ে সব নিয়ে দ্রুত চলে যায়। এসময় ঘাটে থাকা কয়েকজন নাবিক আমাদের জানান,এখানে নৌ পুলিশের নজরদারি খুবই কম,তাঁর কারনে দিনে দুপুরেও ডাকাত সাহস করতে পারে ডাকাতি করতে, আমাদের নিরাপত্তার জন্য নৌ-পুলিশের পাহাড়া আরো জোরদার করার দাবি আমাদের।

