সম্পাদক

আন্তর্জাতিক ডেস্ক:

প্রচণ্ড গরমের জন্য এথেন্সের ইউনেসকো হেরিটেজ সাইট অ্যাক্রোপলিস পরপর দুই দিন বন্ধ রাখা হলো। কর্তৃপক্ষের আশঙ্কা ছিল, মধ্য ও দক্ষিণ গ্রিসে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে। এই অবস্থায় অ্যাক্রোপলিস দুপুর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্কৃতি মন্ত্রক। শুধু তাই নয় এথেন্স, ক্রিট, পেলোপনেসাস-সহ বেশ কয়েকটি জায়গায় পুরাতাত্ত্বিক জায়গাগুলি বন্ধ রাখা হয়েছে। ফলে পর্যটকরা ওই সময় পাহাড়ের উপরে ছায়াহীন পার্থেনন এবং অন্য দ্রষ্টব্যগুলি দেখতে যেতে পারবেন না।

সাম্প্রতিক বছরগুলিতে গ্রিসে বারবার দাবানল ছড়িয়েছে। তাই সরকারি কর্মকর্তারা এবার দাবানল নিয়ে সতর্ক। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, অনেক আগে থেকে তাপপ্রবাহ শুরু হয়ে গেছে। ফলে আগুন লাগার ক্ষেত্রে এই মরশুমে তাদের কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে।

দমকল বিভাগ বলেছে, শুক্রবার দাবানলের আশঙ্কা খুবই বেশি থাকবে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, তিন বছর আগে গ্রিসের তাপমাত্রা এই সময় ৩৮ ডিগ্রি ছাড়িয়েছিল। শুক্রবার ও শনিবার তাপমাত্রা কম হতে পারে।

কর্তৃপক্ষ ইতিমধ্যেই সাধারণ মানুষের জন্য কিছু এলাকায় এসি চালু করেছে। পড়ুয়াদের জন্য ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। ২০২৩-এর তাপপ্রবাহের সময়ও গ্রিসের দ্রষ্টব্য জায়গাগুলি বন্ধ রাখা হয়েছিল। খবর: ডিডব্লিউ