সম্পাদক

নিউজ ডেস্ক:

আজ (১৫ জুন) শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় সেন্টমার্টিনে চলমান সংকট নিয়ে মির্জা ফখরুল বলেন, সেন্টমার্টিনে মানুষ খাবার পাচ্ছে না, যেতে পারছে না। অথচ এখন পর্যন্ত সরকার কোন বক্তব্য পর্যন্ত দেয়নি।

উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব  ইসলাম আলমগীর বলেন, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে মিয়ানমারকে পর্যন্ত কিছু বলতে পারছে না। তিনি আরও বলেন, এই সরকারের পতন না ঘটাতে পারলে কোন সংকটের সমাধান হবে না। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে এ লড়াই সহজ হবে না। উত্থান পতন আছে। এরমধ্যে এগিয়ে যেতে হবে। হতাশ হলে চলবে না। সবাইকে এক হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।