সম্পাদক
নিউজ ডেস্ক:
মঙ্গলবার ১৮ জুন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুর্নীতির বিষয়ে সরকারের জিরো টলারেন্সের কথা উল্লেখ করে বলেন, যে যত বড়ই প্রভাবশালী হোক, দুর্নীতি প্রমাণ হলে কাউকেই ছাড়া হবে না।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের মূল্যস্ফীতি নিয়ে করা মন্তব্যের জবাবে তিনি বলেন, মূল্যস্ফীতির জন্য ঈদের আনন্দ ম্লান হয়েছে বাস্তবের সঙ্গে এর কোন মিল নেই। আর যদি তাই হয়ে থাকে তাহলে মূল্যস্ফীতির মধ্যে কোরবানির সংখ্যা বেড়েছে।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছেন। বিভিন্ন ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার দ্বিপাক্ষিক আলোচনা হবে। আলোচনার বিষয়বস্তু প্রধানমন্ত্রী নিজেই ঠিক করে রেখেছেন। তিস্তা বা গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা হবে কিনা এটি এখনও জানা নেই।
গতবারের চেয়ে এবার প্রথম দিনেই ৩ লাখের বেশি কোরবানি হয়েছে বলেও জানান তিনি। পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ৫ কোটি আর বঙ্গবন্ধু সেতুতে হয়েছে ৪ কোটি বলেও জানান ওবায়দুল কাদের।

