সম্পাদক
মোস্তাফিজার রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
২৮ জুন শুক্রবার বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা পরিষদ হলরুমে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা শিল্পকলার সম্পাদক রাশেদুজ্জামান বাবুর সভাপতিত্বে মূল্যবোধের অবক্ষয়, জঙ্গীবাদ মাদকাসক্ত এবং শিশু ও নারী নির্যাতন বিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান, উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু জুবায়ের আল মুকুল, বীর মুক্তিযোদ্ধা হুমাইয়ুন কবির, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন,উপজেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাঃসম্পাদক মিজানুর রহমান, উপজেলা শিল্প ও সংস্কৃতি বিষয় মাস্টার ট্রেইনার ইউনুস আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি নুরে আলম কবির লেবু, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনুসহ আরো অনেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফুলবাড়ী উপজেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক হাবিবুর রহমান হাবিব।

