সম্পাদক

নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম শহরে রিয়াজুদ্দিন বাজারে বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে নিহত সোনাকানিয়া কুতুব পাড়া নিবাসী শাহাদাত হোসেন এবং ইকবাল হোসেনের জানাযা নামাজ শেষে পরিবারে সৌজন্যে সাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর জনাব আনোয়ারুল আলম চৌধুরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দীন, উপজেলা সেক্রেটারী মুহাম্মদ তারেক হোছাঈন, সোনাকানিয়া ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক মাওলানা জাফর আহমদ,ইউনিয়ন দায়িত্বশীল মুহাম্মদ আইয়ুব, মাওলানা শামসুল ইসলাম, মহিউদ্দিন মেম্বার সহ স্হানীয় নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ উভয় পরিবারে কিছুক্ষণ সময় অতিবাহিত করেন। পরিবারের সবাইকে সান্ত্বনা প্রদান করেন। উপস্থিত সবাইকে নিয়ে মুনাজাত পরিচালনা করেন। শোকাহত পরিবারকে নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতার করার আশ্বস্ত করেন।