ওমর ফারুক
আহসানুল হক নয়ন, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্দার করেছে। বৃহস্পতিবার সন্ধায় বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন নলগড়িয়া উত্তর পাড়া এলাকা থেকে মাদক সহ মোছাঃ নিলুফা বেগম (৪০) কে গ্রেফতার করা করেছে।
এসময় দুই নং আসামী অভিযানের খবর পেয়ে পালিয়ে যায়। গ্রেফতাকৃত আসামী মৃত ওসমান খাঁর ছেলে মোঃ রমজান খাঁর স্ত্রী।
ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক মো: এনামুল হক খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপ-পরিদর্শক আবু সাঈদ, সিপাই মোঃ রয়েল আহমেদ, মোঃ শাখাওয়াত হোসেন, মো: ইব্রাহিম খলিল, শিহাব রানা ও মোঃ সিফাত হোসেন এর সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম নিয়ে এই অভিযান পরিচালনা করি।
তিনি আরো জানান, আসামীদের দখলীয় পশ্চিম ভিটির পূর্ব দুয়ারী দুই কক্ষ বিশিষ্ট টিনের দুচালা বসতঘর ঘেরাও করি। ঘটনাস্থলে উপস্থিত ৪/৫ জন লোকের মধ্য হতে দুইজন নিরপেক্ষ সাক্ষী মোঃ ওয়াসিম মিয়া (৩৮), মো: আমির হোসেন (২৬) ও উপস্থিত আসামী মোছাঃ নিলুফা বেগম (৪০) এর মোকাবেলায় উক্ত বসতঘর তল্লাশী করে দক্ষিণ পার্শ্বের কক্ষে রক্ষিত ড্রেসিং টেবিলের নিচের ড্রয়ারের ভিতর হতে ১২০ বোতল এসকাফ ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করি।
সর্বমোট ১২৫ (একশত পঁচিশ) বোতল, প্ৰতি বোতল ১০০ মি.লি করে ১২.৫ লিটার এবং নগদ উদ্ধারকৃত ১,১০,০২০/- (এক লক্ষ দশ হাজার বিশ) টাকা জব্দনামা মূলে জব্দ করি। ঘটনাস্থলে থাকা ১নং আসামী মোছাঃ নিলুফা বেগম (৪০) কে গ্রেফতার করি। ২নং আসামী মো: রমজান খাঁ (৪৫) ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয় নাই।
ঘটনাস্থলে থাকা ১নং আসামী মোছাঃ নিলুফা বেগম (৪০) কে গ্রেফতার করি। ২নং আসামী মো: রমজান খাঁ (৪৫) ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয় নাই।
উদ্ধারকৃত ১নং আলামত হতে ০১ (এক) বোতল এসকাফ ও ০১ বোতল ফেন্সিডিল রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা হিসাবে আলাদা করে যথাক্রমে ‘ক’ ও ‘খ’ চিহ্নিত করি। অবশিষ্ট ১নং আলামত সংরক্ষণ ও সিলগালা সুবিধার্থে ০১টি সিনথেটিক বস্তায় নিয়ে আলামত ও নমুনা পৃথক পৃথক ভাবে সীলগালা লেবেল যুক্ত করে বিভাগীয় হেফাজতে গ্রহণ করি। অতঃপর গ্রেফতারকৃত আসামী, আলামত, নমুনা ও রেইডিং টিম সহ ঘটনাস্থল ত্যাগ করি।

