সম্পাদক
বিজয় কর রতন মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ইটনায় বাজার থেকে ব্যবসায়ীদের লুট হওয়া মালামাল ফেরত দিচ্ছে এলাকার লোকজন। বাংলাদেশ সেনাবাহিনী এবং ইটনা উপজেলা প্রশাসনসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সহায়তায় মসজিদে মসজিদে মাইকিং করে লুটপাটের মালামাল ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
এরপর ইটনা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ এবং আল হেরা যুব সংঘের কাছে লুটপাটের মালামাল ফেরত দেন এলাকার লোকজন। শনিবার সকালে দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকরা বাংলাদেশ সেনাবাহিনী এবং উপজেলা প্রশাসনের হাতে এইসব মালামাল তুলে দেন। তখন উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন মোঃ মাহফুজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ তারিকুল ইসলাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইটনা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ, আল হেরা যুব সংঘের সদস্যবৃন্দ সহ সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন সদস্যবৃন্দ।
পরবর্তীতে সঠিক যাচাই-বাছাই শেষে ব্যবসায়ীদের মাঝে মালামাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম।

