সম্পাদক
আহসানুল হক নয়ন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় প্রধান শিক্ষকের পদত্যাগ সহ ম্যানেজিং কমিটির সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা নাটাই (দঃ) ইউনিয়নে পয়াগ নরসিংসার আব্দুল বারিক উচ্চ বিদ্যালয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা জানান প্রধান শিক্ষক এইচ এম আতাউর রহমান ম্যানেজিং কমিটির সহাতায় নানা অনিয়ম দুর্নীতি চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন সরঞ্জাম তিনি ব্যাক্তিগত কাজে ব্যবহার করছেন।
এতে গত ১৫ বছর গুরুত্বপূর্ণ এই শিক্ষা প্রতিষ্ঠনটি পিছিয়ে পড়েছে। তারা অবিলম্বে প্রধান শিক্ষক এইচ এম আতাউর রহমানের অপসারণ ও বর্তমান ম্যানেজিং কমিটির সংস্কারের দাবি জানান।

