সম্পাদক

নিউজ ডেস্ক:

শুক্রবার (৪ অক্টোবর) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিএনপিতে সন্ত্রাসী, চাঁদাবাজ, ও দখলদারদের জায়গা হবেনা। তিনি বলেন, সুস্পষ্ট নির্দেশনা রয়েছে দেশের জনগনের শান্তি ও নিরাপত্তায় নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, সোনারগাঁয়ের রাজনীতিতে কোন বসন্তের কোকিলকেও জায়গা দেয়া হবেনা। যারা সংস্কারপন্থী হয়ে দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকেননি,বিএনপিতে এখন তাদের ঠাই নেই।

পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম সজিব।