ওমর ফারুক
জাবির আহম্মেদ জিহাদ
জামালপুর সদরে ট্রাকচাপায় জামায়াত নেতা ও শিক্ষক , ব্যাটারিচালিত (অটোরিকশা) চালক, ও একজন সাধারণ যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরো একজন।
শুক্রবার ভোরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের টিউবয়েলপাড় মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বেলটিয়া কামিল মাদরাসার শিক্ষক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর শহরের নায়েবে আমির মাওঃ মোস্তাফিজুর রহমান (৫৫), অটোরিকশাচালক মেলান্দহ ঝাউগড়া ইউনিয়নের বাসিন্দা রোকন মাহমুদ (৪৫) এবং আব্দুল মালেক (৫৩)।
সূত্রে জানা গেছে, জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের টিউবয়েলপাড় মোড় এলাকায় কেন্দোয়া কালিবাড়ি থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক (অটোরিকশা) শহরের দিকে যাচ্ছিলো। এ সময় জামালপুর অভিমুখী একটি ট্রাক পেছন থেকে ইজিবাইককে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই রোকন মাহমুদ নিহত হয়। গুরুতর আহত শিক্ষক মোস্তাফিজুর রহমান ও আব্দুল মালেককে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পাঠনো হলে সেখানে চিকিৎসকরা দুইজনকে মৃত ঘোষণা করে। বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

