ওমর ফারুক

স্টাফ রিপোর্টার:


বাংলাদেশ তা’লিমে হিজবুল্লাহ নরসিংদী জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শিবপুর মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে ২৬ অক্টোবর শনিবারে।

আলহাজ্ব আমজাদ হোসেন প্রধানের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  কুমিল্লা সোনাকান্দ দারুল হুদা কামিল বহুমুখী মাদ্রাসার অধ্যক্ষ, বাংলাদেশ তা’লিমে হিজবুল্লাহ এর আমীর শাহসুফী আলহাজ্ব মাও.  মোঃ মাহমুদুর রহমান।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হারিস রিকাবদার, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তা’লিমে হিজবুল্লাহ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মুফতি মোতালিব হোসেন ছালেহী, বাংলাদেশ তা’লিমে হিজবুল্লাহ কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মাও. আবু বকর, যুগ্ম মহাসচিব শফিউল্লাহ।


অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আলহাজ্ব আবদুল মোমেন মোল্লা, সাইদুল ইসলাম মাহমুদীসহ নরসিংদী জেলার সকল উপজেলা হতে আগত কর্মী ও শুভাকাঙ্ক্ষীগণ।