মোঃ জিয়াউল হক
বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি

নেত্রকোণার বারহাট্টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এই সুযোগ গ্রহন করে নতুন বাংলাদেশ বির্নিমাণে যুব সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে দক্ষতা অর্জনের মাধ্যমে যুব সমাজ নিজেদের যোগ্য করে গড়ে তুলবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। কর্মসূচির মধ্যে ছিল যুব র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ।

শুক্রবার উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্ব ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পৃথ্বিশ চন্দ্র পালের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি।

অন্যদের মধ্যে বারহাট্টা থানার ওসি কামরুল হাসান, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ শিহাব উদ্দিন, বেসরকারি সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত ভৌমিক, উন্নয়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, সুশীল সমাজের লোকজন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।